• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বাজার করে বাড়ি ফিরতে অ্যাম্বুল্যান্স ডাকতেন তিনি!

প্রকাশিত: ১৫:৪১, ২৮ নভেম্বর ২০২১

আপডেট: ১৫:৪৩, ২৮ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
বাজার করে বাড়ি ফিরতে অ্যাম্বুল্যান্স ডাকতেন তিনি!

একবার, দু’বার নয়। বছরে ৩৯ বার অ্যাম্বুল্যান্স ডেকেছেন! কোনও অসুখ-বিসুখ নেই। অ্যাম্বুল্যান্সকে রীতিমতো ফ্রি-ট্যাক্সি হিসেবে ব্যবহার করেছেন এক ব্যক্তি। 

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে তাইওয়ানে। সেই দেশে অ্যাম্বুল্যান্স পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়। সেই সুযোগই তুলেছেন ওয়াং। 

জানা গেছে, হাসপাতালের কাছেই থাকেন ওই ওয়াং নামে ওই ব্যক্তি। সুপার মার্কেট থেকে বাজার করে বাড়ি ফেরার জন্য তিনি রোগী সেজে কল করেন হাসপাতালে। অ্যাম্বুল্যান্স পাঠানো হলে তাতে চড়ে বাড়ি ফেরেন তিনি। সুপার মার্কেট থেকে ওই ব্যক্তির বাড়ির পথের দূরত্ব মাত্র ২০০ মিটার!

শেষপর্যন্ত ওয়াংয়ের কাজকর্ম হাতেনাতে ধরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য রীতিমতো তদন্ত চালিয়েছে তারা। ওই তদন্তেই জানা গেছে, এক বছরে ৩৯ বার অ্যাম্বুল্যান্সকে 'ফ্রি ট্যাক্সি' হিসেবে ব্যবহার করেছেন ওয়াং। প্রায়ই অসুস্থ হিসেবে নাটক করেছেন তিনি। প্রতিবার হাসপাতালে এসে স্বাস্থ্য পরীক্ষার পর গটগট করে হেঁটে বাড়ি ফিরে যান। নাটক বুঝতে পেরে বিষয়টি পুলিসকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

ওয়াংকে ভবিষ্যতে এমন কাজ আর না করার জন্য সতর্ক করা হয়েছে।  

সূত্র: জি২৪ঘণ্টা

বিভি/এসডি

মন্তব্য করুন: