• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ইউক্রেন যুদ্ধের মাঝে ভাইরাল জুটি

প্রকাশিত: ২২:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ২২:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেন যুদ্ধের মাঝে ভাইরাল জুটি

ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ। রাজধানী কিয়েভ যেন আতঙ্কের শহর। রাশিয়ার বোমা হামলা থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের মেট্রো স্টেশনে। সেই আতঙ্কের ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। তারই মাঝে জ্বলজ্বল করছে ভালবাসা!

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে ফেসবুকে হঠাৎ ভাইরাল হয়ে গেছে এক জুটির বিদায়-মুহূর্তের ছবি। দু’জন দু’জনের দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছেন তারা। সেই দৃষ্টিতে লুকিয়ে রয়েছে কতো না বলা প্রতিশ্রুতি। 

সম্ভবত সেই আবেগে ভেসেই এই ছবি ছেয়ে গিয়েছে ফেসবুকে। সঙ্গে ঘুরছে চার লাইনের আবেগঘন ক্যাপশন- কবি মাহমুদ দারউয়িশের কবিতার কিছু লাইন।

‘-আমাদের ফের কবে দেখা হবে?
-যুদ্ধ শেষের বছর খানেক পর...
-যুদ্ধ কবে শেষ হবে?
-যবে ফের আমাদের দেখা হবে...’

এই ছবিটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র তোলা। 

রাশিয়া-ইউক্রেনের রাজনৈতিক সংঘাতের জেরে যে নৃশংসতার ছবি চারদিকে ছেয়ে গিয়েছে, তার মাঝে এই ভালবাসার ছবি যেন মানবতার একমাত্র আশার আলো।

বিভি/এসডি

মন্তব্য করুন: