• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শুধু বিদায়ের অপেক্ষা

তানবির তারেক

প্রকাশিত: ১৪:৩৩, ৪ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
শুধু বিদায়ের অপেক্ষা

পৃথিবীর সকল মিডিয়া হেডলাইন, স্পেশাল স্টোরী , রিলেটেড ফুটেজ - সব নিশ্চয়ই সাজিয়ে রেখেছে । খেলা শেষের মতো রেফারির বাশী টা বাজলেই .. তারা স্ক্রিনিং শুরু করে দিবে !
আহা !
আমাদের শৈশব -কৈশরের দুই হিরো
পোলে - ম্যারাডোনা 
সেই শুরু ফ্যান হিসেবে - তর্কের বিকেল ..
 এ যেন ব্লাড গ্রুপের মতো 
আমরা বাঙালিরা ৯৫% মানুষ যে দুটো দেশ চোখেও দেখিনি ! কখনও যাইনি ।
ভ্রমন তালিকাতেও কেউ রাখি না !
অথচ মানস ভ্রমনে, বুকের ভেতরে ব্রাজিল - আর্জেন্টিনা লেপটে আছে কতকাল ! কতকাল !
এই দুই কিংবদন্তীর জন্য ! কী এক অদ্ভুত মায়া  আমাদের!

মানস ভ্রমনে , বুকের ভেতরে ব্রাজিল - আর্জেন্টিনা লেপটে আছে কতকাল ! এই দুই কিংবদন্তীর জন্য !
গোল বলটা দিয়ে এখনও নিজেদের ব্রাজিল আর্জেন্টিনা দুই ভাগ করে খেলা হয় পাড়া মহল্লায়..
কারো কারো বাড়ির রং করে ফেলি আমরা ..
আমাদের মতো এত আবেগ দিয়ে এই দুটো দেশ 
এই দুইটি মানুষকে পৃথিবীর আর কেউ ভালবাসে কী না 
আমার ধারনা নাই !
তাদের নিয়ে ভোট নাই, নির্বাচন নাই , চাওয়া নাই পাওয়া নাই । শুধু উদোম ভালবাসা আছে !
এদেশে ব্রাজিল আর্জেন্টিনার এম্বাসি কোথায় সেটাও জানি না । একবার বিমানে ব্রাজিলের এক নাগরিক ছাত্রকে পাশে পেয়েছিলাম। আমেরিকা পড়াশোনা করতে যাচ্ছিলো ..
সারা জার্নিতে মনে হইসিলো - 
আমি পেলের কোনো এক আত্মীয়র পাশে বসে যাচ্ছি ।
অথচ ঐ ছেলেটার ফুটবলের প্রতি কেনো তীব্র কৌতুহল নাই ..
আজ দুজনই প্রায় “নাই” হয়ে যাচ্ছেন পৃথিবী থেকে। এ এক মহাপ্রস্থানকাল ! সেও বিশ্বকাপ মৌসুমে !
তাদের ভালবাসার রেশ ধরে - এই যে ৪ বছর পরপর আমরা এত এত পতাকা কিনি - এটাও আমাদের এই দুজনার প্রতিই তীব্র অনুরাগ ॥ যা পৃথিবীর কোথাও নাই । ইউনেস্কোর সপ্তাশ্চর্যে এই বিষয়টা কেন রাখা হয় না - এটা আমার প্রশ্ন !
এই দারুণ ভালবাসার শক্তি । এই ভালবাসার সরল উদ্যমের এক ফোটাও যদি করাপ্টেড বাফুফের চেয়ারের অবোধরা বুঝতো - একরত্তি লজ্জা যদি থাকতো - তাহলে
জান প্রান দিয়া এদেশকে ফুটবলের দেশ বানানোর চেস্টা করতো ..
“পেলে” চলে যাবে । সময়ের অপেক্ষা শুধু ..
এখন অব্দি উত্তরসুরি ফুটবল গ্রেট হিসেবে মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুজনার কথা শোনা যায় । 
কিন্তু
পেলে - ম্যারাডোনার সেই কাঁচা আবেগ , সেই হ্যামিলনের বাঁশির মতো মোহ ধরে রাখার নেশার বোতল হওয়া .. আর কারো পক্ষে সম্ভব না ।
এটা নিয়ে তর্ক হতে পারে । যুক্তির ডালি বসতে পারে । কিন্তু পেলে - ম্যারাডোনা  আলাদা আলাদা ফুটবল ঈশ্বরের নাম !
সত্যিই অনেকটা আমাদের 
ব্লাডগ্রুপের মতো ! 
বিদায় নিচ্ছে বিশ্ব ইতিহাসের একটা গোটা বই । দুই খন্ডের যে বইটি চর্চা হতে হতেই একদিন পৃথিবী ধ্বংষ হয়ে যেতে থাকবে ! তবু এই দুজনারই নাম মনে রাখবে ফুটবল পাগল ভাবশিষ্যরা ।
গুডলাক পেলে । আপনার জন্য প্রার্থনা বিগবস্ ..

মন্তব্য করুন: