• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লংকান শিবিরে দুশ্চিন্তার ছায়া

প্রকাশিত: ১৫:০৫, ১৯ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
লংকান শিবিরে দুশ্চিন্তার ছায়া

বল হাতে লংকান পেসার-স্পিনাররা খুবই ভালো করেছেন। নামিবিয়াকে একশোর আগে আটকে দেয় তাঁরা। ছবি: টুইটার

নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে শ্রীলংকা। হাতে ৬.৩ ওভার রেখে বড় জয় পেলেও শ্রীলংকা শিবিরে দুশ্চিন্তার ছায়া পড়ে আছে।  

টস পক্ষে আসেনি নামিবিয়ার। শুরুতে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি তাঁরা। ছবি: টু্ইটার

নিয়মিত উইকেট তুলে নিতে শুরু করে শ্রীলংকা। পেসার মাহিষ থিকসানা ও লাহিরু কুমারা এবং লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা দারুণ বোলিং করেন। ছবি: টুইটার

মিডল অর্ডারে জুটি গড়ে ভালো রানের আভাস দেয় নামিবিয়া। কিন্তু তিন ও চার নম্বর ব্যাটসম্যানের জুটি ৩৯ রানের বেশি বড় হয়নি। ছবি: টুইটার

বল হাতে নামিবিয়া শুরুতেই লংকান শিবিরে ধাক্কা দেয়। ২৬ রানে তুলে নেয় তিন উইকেট। দুই প্রস্তুতি ম্যাচের পর বাছাইপর্বে লংকান টপ অর্ডার রান না পাওয়ায় দলটির দুশ্চিন্তা বেড়েছে। ছবি: টুইটার

বিভি/এসএম

মন্তব্য করুন: