• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৪ ভাদ্র ১৪২৯

শাহরুখ খান-এর ম্যানেজার, কে এই পূজা দাদলানি?

প্রকাশিত: ১৬:৫৯, ২৭ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:১৬, ২৭ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
শাহরুখ খান-এর ম্যানেজার, কে এই পূজা দাদলানি?

পূজা দাদলানি- শাহরুখ খান-এর ম্যানেজার।

শাহরুখ পুত্র আরিয়ান গ্রেফতারের পর শাহরুখ-গৌরী’র পাশাপাশি আরও একটি নাম আলোচনায় উঠে আসে। তিনি পূজা দাদলানি। শাহরুখের ম্যানেজার।২০১২ সালে শাহরুখের ম্যানেজার হিসেবে যোগ দেন পূজা। তারপর থেকে এই দীর্ঘ নয় বছর পূজা কখনও অন্য কোনও তারকার ম্যানেজার হওয়ার কথা ভাবেননি। এই নয় বছরে ক্রমে শাহরুখ পরিবারেরই সদস্য হয়ে উঠেছেন তিনি।পূজার জন্ম ১৯৮৩ সালের ২ নভেম্বর মুম্বাইয়ে। মুম্বাইয়ের এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক। পরবর্তীকালে সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছেন পূজা।পূজা’র স্বামী হিতেশ গুরনানি মুম্বাইয়ের একটি নামী অলঙ্কার প্রস্তুত সংস্থার মালিক।শাহরুখের হয়ে প্রযোজকদের সংগে কথা বলা থেকে শুরু করে সংবাদ মাধ্যম সামলানো, শুটিং ফ্লোর থেকে বিদেশ সফর, সবই ম্যানেজ করেন পূজা।শাহরুখের ছোট-বড় সমস্ত বিষয় সামলানোর জন্য মোটা পারিশ্রমিকও পান তিনি। সূত্রের দাবি, বছরে ৪৫ কোটি টাকা উপার্জন তাঁর। শাহরুখের পারিবারিক অনুষ্ঠানেও রয়েছে পূজা’র সরব উপস্থিতি। শোনা যায়, শাহরুখের স্ত্রী গৌরী, পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা’র সংগেও খুব ভালো সম্পর্ক পূজা’র।নিজের স্বামী এবং একমাত্র মেয়েকেও নাকি অতোটা সময় দেন না পূজা, যতোটা দেন খান পরিবারকে। শাহরুখ এবং পূজা। দু’জনের জন্মদিনও নাকি একই তারিখে।  প্রতি বছর ধুমধাম করে পূজা’র জন্মদিন পালন করেন বলিউড বাদশা। দামি উপহার দেন তাঁকে।একমাত্র কন্যা রেইনা দাদলানি’র সংগে পূজা।স্বামী হিতেশ গুরনানি ও কন্যা রেইনা দাদলানি’র সংগে পূজা।পরিবারের সংগে পূজা দাদলানি।

মন্তব্য করুন: