• NEWS PORTAL

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

অ্যাভাটার - দ্য ওয়ে অফ ওয়াটার

প্রকাশিত: ১৬:২৬, ৩০ আগস্ট ২০২২

আপডেট: ১৬:২৮, ৩০ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
অ্যাভাটার - দ্য ওয়ে অফ ওয়াটার

ডিসেম্বরে আসছে অ্যাভাটার-২

চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে পরিচালক জেমস ক্যামেরুনের বহু প্রতীক্ষিত বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী হলিউড ছবি 'অ্যাভাটার - দ্য ওয়ে অফ ওয়াটার'। দীর্ঘ ১৩ বছর ধরে দর্শকেরা এই ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন। দর্শকদের সেই আশাই পূরণ হতে চলেছে। তবে ছবির পরিচালক জেমস ক্যামেরুন 'অ্যাভাটার-২' মুক্তি দেওয়ার আগে দর্শকদের জন্য বড় উপহার নিয়ে এসেছেন সর্বকালের সেরা আয়ের সিনেমা 'অ্যাভাটার’।

বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক এই সিনেমাটি 4K থ্রিডি হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে দেখানো হবে।অ্যাভাটারের পটভূমি একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরাবাসির মধ্যে এক অসম কিন্তু সাহসি যুদ্ধ নিয়ে সিনেমাতে সুলি পরিবারের গল্প বলা হয়েছেএ সিনেমার তিনটি সিক্যুয়েল আসবে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে।দর্শকদের জন্য বড় উপহার নিয়ে এসেছেন সর্বকালের সেরা আয়ের সিনেমা `অ্যাভাটার’।

মন্তব্য করুন: