মামুনুলের পক্ষে প্রচারণা করে পদ হারালেন রাঙ্গামাটির ছাত্রলীগ নেতা

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষ নিয়ে প্রচারণা চালানোয় ওমর ফারুক নামে রাঙ্গামাটির স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: মাওলানা রফিকুলকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না: র্যাব
কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাংলাদেশ-সুইডেন পলিটেকনিকের সাবেক ছাত্র। তিনি বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
জানা গেছে, ফারুক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে লেখালেখি ও একের পর এক উস্কানিমূলক পোস্ট করেছেন ফেসবুকে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুককে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: ইসলামের জন্য অভিনয় ছাড়লেন সাকিব খান
বিভি/এসডি