কালাকানুন তৈরি করে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে: বিএনপি
বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপি নেতারা। তাদের অভিযোগ, কালাকানুন তৈরি করে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী প্রচার দলের ইফতার পূর্ব অনুষ্ঠানে বিরোধী নেতারা এ সব অভিযোগ করেন।
তারা জানান, বিরোধী কণ্ঠরোধে সারাদেশে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। মামলা-হামলার পাশাপাশি, জেলখানাতেও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করেন নেতারা।
তারা বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। রমজান মাসেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন, বিএনপি নেতারা।
বিভি/রিসি
মন্তব্য করুন: