• NEWS PORTAL

  • বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপির ৩ নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ১৬ মে ২০২৪

ফন্ট সাইজ
ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপির ৩ নেতা আটক

ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণের সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। পরে টমটম পোড়ানোর পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

গ্রেফতারকৃত অপর নেতাকর্মীরা হলেন, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।

বিএনপির দাবি, উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের পক্ষে জনমত তৈরীর লক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বিএনপির নেতা এম এন আবছারের নেতৃত্বে আদালত সড়কে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিল। এ সময় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসানের নেতৃত্বে তিন বিএনপির নেতাকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান বলেন, খাগড়াছড়ি শহরে দুটি টমটম পোড়ানোর মামলায় এদের গ্রেফতার দেখানো হয়েছে। যার মামলা নং ১১, খাগড়াছড়ি সদর থানা, ১৫/০৫/২০২৪ ইং। তবে কোন স্থানে এই টমটম পোড়ানো হয়েছে তিনি জানাতে পারেনি। 

এদিকে বিএনপির নেতা এম এন আবছার তিন শীর্ষ নেতাকে গ্রেফতারের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের উত্তেজনা বিরাজ করছে। 

এম এন আবছারসহ গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, গ্রেফতার, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে খাগড়াছড়ি অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারী দেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: