আজিমের হত্যাকাণ্ডে দুর্নীতি-লুটপাটের সম্পর্ক আছে কিনা প্রশ্ন ফখরুলের
কলকাতায় ঝিনাইদহের সংসদ সদস্য হত্যার সাথে দুর্নীতি-লুটপাটের কোনো সম্পর্ক আছে কি না প্রশ্ন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, একজন সংসদ সদস্য নিখোঁজ হলেও বাংলাদেশের সরকার অথবা বন্ধু রাষ্ট্র কেউই তা খুঁজে বের করতে পারেনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে একটি বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, জাতির জন্য লজ্জার।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা হয়। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন, বিএনপি মহাসচিব। ঝিনাইদহের সংসদ সদস্যের লাশ কলকাতায় পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন, বিএনপি মহাসচিব।
সেনা বাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবনের ওপর হামলার নিন্দা জানান, বিএনপি মহাসচিব। তিনি বলেন, উপজেলার কোথাও নির্বাচন হচ্ছে না। নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা নেই। তথাকথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ছে। দ্রব্যমূল্য বাড়ছে। কষ্ট বাড়ছে সাধারণ মানুষের।
বিভি/রিসি
মন্তব্য করুন: