• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রবিবার থেকে ২ কর্মসূচির ঘোষণা দিল আওয়ামী লীগ  

প্রকাশিত: ১৭:০৫, ৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
রবিবার থেকে ২ কর্মসূচির ঘোষণা দিল আওয়ামী লীগ  

ফাইল ছবি

১৫ আগস্ট ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল আয়োজনের কথা ছিল আওয়ামী লীগের। পরে এটি স্থগিত করে শোক মিছিলটি সোমবার করার ঘোষণা দেয়া হয়েছে। 

শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে শোক মিছিলসহ আরও কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি জানান, রবিবার (৪ আগস্ট) ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে জমায়েতের আয়োজন করবে আওয়ামী লীগ। 

কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘পাল্টাপাল্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে। এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম।’

‘সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে’ ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের। তারপরও আমরা ইউনিসেফের কাছে বলব— ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2