• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমির মাওলানা সাদকে দেশে আসতে না দেয়ার হুঁশিয়ারি 

প্রকাশিত: ১৬:১৪, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আমির মাওলানা সাদকে দেশে আসতে না দেয়ার হুঁশিয়ারি 

ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের এ দেশে আসতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামায়াতের একপক্ষের নেতারা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন থেকে তারা এই হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। তারা কোনোভাবেই সেটি হতে দেবেন না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে ব্যর্থ করে দেয়া হবে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি দাবি করেন, ছাত্রজনতার আন্দোলনে অনেক ওলামায়ে কেরাম শাহাদাতবরণ করেছেন। সে বিষয়টি মনে রাখার পরামর্শ দেন তারা। 

বিভি/এসজি

মন্তব্য করুন: