দেশে নতুন করে বিপদের আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর
দেশে নতুন করে বিপদের আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহবান তার। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কাজে হাত দিয়েছে, তা দ্রুত শেষ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দেন মির্জা ফখরুল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনের পথ বন্ধ হওয়ায় ১৫ আর ৫ আগস্টের মতো ঘটনা ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, দেশের সংস্কারের সবচেয়ে বড় গেট হলো নির্বাচিত সরকার। মানুষের আকাঙ্খা পূরণে অন্তবর্তী সরকারকে এই গেট ব্যবহারের পরামর্শ দেন তিনি।
নির্বাচনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র বিনির্মাণে হাত দেয়ার অঙ্গীকার করেন মির্জা ফখরুল।
বিভি/এআই
মন্তব্য করুন: