ভারত হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে: জয়নুল আবদিন ফারুক
ছবি: জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উসকানিদাতার পক্ষ নিয়েছে ভারত। জনগণ বাংলাদেশের বিরুদ্ধে যেকোনও অপতৎপরতার জবাব দিবে।
বিএনপির এই নেতা বলেন, এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত ফ্যাসিস্টের দোসররা। অন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বক্তব্যে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রদানে বিরত থাকতে ভারতের প্রতি হুঁশিয়ারি দেন।
সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ মনে করেন, জনপ্রতিনিধি দরকার সকল ষড়যন্ত্র রুখতে হলে। সেজন্য তিনি অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
বিভি/এআই
মন্তব্য করুন: