• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

কিছুটা পরিবর্তন আনা হয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় 

প্রকাশিত: ০১:১২, ১১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
কিছুটা পরিবর্তন আনা হয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় 

ছবি: লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়া

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ডাক্তাররা প্রতিদিন নিয়মিত তাকে দেখছেন। ডা. জাহিদ জানান, শুক্রবার (১০ জানুয়ারি) নতুন আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসা চলছে।

ডা. জাহিদ বলেন, ইউরোপে বাৎসরিক ছুটি মাত্র শেষ হয়েছে। বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো ছুটিতে। ওনারাও আসবেন এবং খালেদা জিয়াকে দেখবেন। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে, সে বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী সুপারিশ করবেন।

তিনি বলেন, আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিক্যাল বোর্ডের সদস্যরাও আছেন। ওনারাও তাদের সঙ্গে বসে আলোচনা করে চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থায় আছে সেটা পর্যবেক্ষণ, আলোচনা ও পরামর্শ করছেন। 

তিনি আরও বলেন, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছের খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।  

বিভি/এমআর

মন্তব্য করুন: