• NEWS PORTAL

  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে যা বললো বিএনপি

প্রকাশিত: ২২:৪১, ২২ জুন ২০২৫

আপডেট: ২২:৪৪, ২২ জুন ২০২৫

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে যা বললো বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার (২২ জুন) অনুষ্ঠিত সংলাপ শেষে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ ও ‘বার’ এই দুই শব্দ ঘিরে বহু ব্যাখ্যা ও জটিলতা তৈরি হয়েছে। কেউ বলছেন- দুইবার, কেউ বলছেন দুই মেয়াদ। কিন্তু এমন পরিস্থিতি হতে পারে, যেখানে কেউ অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হবেন, আবার কেউ বারবার অল্প মেয়াদের মধ্যে প্রধানমন্ত্রী হবেন। এতে প্রকৃত মেয়াদের চেয়ে ‘বার’ গোনা অর্থহীন হয়ে পড়ে।

তিনি বলেন, আমরা লিখিত প্রস্তাবেও বলেছি- কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তবে, মেয়াদ বলতে সংসদ পূর্ণ থাকবে কি না, সেটা নির্ভর করে সংসদের ওপর।

সালাহউদ্দিন আহমেদ, বার গোনার বদলে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যদিও আমি নির্দিষ্ট কোনো বছর উল্লেখ করিনি, কারণ সেটি আমার একক সিদ্ধান্তে বলা সম্ভব নয়। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত অবস্থান নিতে হবে।

তিনি বলেন, আমরা জাতীয় ঐকমত্যের স্বার্থে স্পষ্ট ও বাস্তবসম্মত অবস্থান নিতে আগ্রহী। মেয়াদ নির্ধারণ হোক কিংবা বছর, মূল কথা হচ্ছে ক্ষমতার সীমাবদ্ধতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: