বিএনপি ধৈর্য ধরছে, এটি দুর্বলতা না: মির্জা আব্বাস

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীদের সতর্ক করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এমন কোনো কথা বলবেন না, যাতে মানুষের রক্তে আগুন ধরে যায়। রাজধানীতে এক মৌন মিছিলে বিএনপির অন্য নেতারা বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার পরও বিএনপি ধৈর্য ধরছে, এটি দুর্বলতা না।
শুক্রবার (১৮ জুলাই) গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে দোয়া ও মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় নেতৃবৃন্দ উক্ত মন্তব্য করেন। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এই মিছিল শুরু হয়। নাইটিংগেল মোড়, কাকরাইল মোড় হয়ে শান্তিনগরের দিকে এগিয়ে যান নেতাকর্মীরা। মৌন মিছিল কোন স্লোগান দেননি বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলেন, চব্বিশের গহণঅভ্যুত্থানের মিত্রদের মধ্যে কোন বিভেদ চায় না বিএনপি। এজন্য তারেক রহমানের নির্দেশে সর্বোচ্চ ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছেন তারা।
বিএনপি বড় দল হিসেবে দায়িত্বশীল আচরণকে কেউ যেন দুর্বলতা মনে না করেন, সেই আহবান জানান দলের নেতারা।
মৌন মিছিল শুরুর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করতে চাচ্ছে কোন কোন দল। কিন্তু, বিএনপি কোন উস্কানি পাত্তা দেবে না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মৌন মিছিল কর্মসূচি শান্তিনগর, মালিবাগ হয়ে খিলগাঁও এলাকায় শেষ হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: