জাতীয় সমাবেশে যোগ দিলেন জামায়াত আমীর, দ্বিতীয় পর্ব শুরু

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) পবিত্র কোরআন তেলাওয়াতের পর সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।
জামায়াতের জাতীয় সমাবেশে ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী।
দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা শোভা পাচ্ছে।
জানা যায়, দুপুর দুইটার পরে শুরু হবে ২য় পর্ব। সমাবেশ সভাপতিত্ব করবেন দলের আমীর ডা. শফিকুর রহমান। জামায়াত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এ সমাবেশে বক্তব্য রাখবেন।
জামায়াত নেতারা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ সাতটি বিষয়টিকে সামনে রেখে জাতীয় এ সমাবেশ করা হচ্ছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: