• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হঠাৎ পড়ে গেলেন জামায়াত আমীর, পরে মঞ্চে বসেই দিলেন বক্তব্য

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ১৮:১৪, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ পড়ে গেলেন জামায়াত আমীর, পরে মঞ্চে বসেই দিলেন বক্তব্য

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একবার না, পরপর দুবার পড়ে যান তিনি। এরপর মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি দুইবার মঞ্চে পড়ে যান। পরে বসে বসে দীর্ঘ বক্তব্য দেন। এরপর নারায়ে তাক্ববীর স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

প্রথমবার পড়ে যাওয়ার পরে কেন্দ্রীয় নেতারা তাকে সেবা করার জন্য উঠে আসেন। এক পর্যায়ে তিনি উঠে কথা বলতে বলতে আবারও ঢলে পড়তে থাকেন। এসময় নেতৃবৃন্দ তাকে ধরে ধীরে ধীরে বসিয়ে দেন। পরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আলহামদুলিল্লাহ বলে আবারও বক্তব্য প্রদান করেন।

বসে বসেই আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।

শেষ দিকে তিনি লাখো জনতার উদ্দেশে বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2