• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কেমন আছেন জামায়াত আমীর, জানালেন নায়েবে আমীর

প্রকাশিত: ২১:১৪, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কেমন আছেন জামায়াত আমীর, জানালেন নায়েবে আমীর

সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এক মিনিটের ব্যবধানে দুইবার অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় নানা কৌতুহল। সমাবেশে বক্তব্য শেষ করার পর তাকে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখান থেকে বেরিয়ে তার বর্তমান অবস্থা জানিয়েছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, জামায়াত আমীর বর্তমানে ভালো আছেন, তার হার্ট বা কিডনির কোনো জটিলতা পাওয়া যায়নি। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পরীক্ষা করেছেন, এখন তিনি শুধু বিশ্রাম নিচ্ছেন।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির দু’বার পড়ে যান। প্রথমবার অল্প সময়ের জন্য জ্ঞান হারালেও কিছুক্ষণ পর উঠে আবার বক্তব্য শুরু করেন। এরপর দ্বিতীয়বার পড়ে গেলে আর বক্তৃতা শেষ করতে পারেননি। ডাক্তাররা তাঁকে বক্তব্য না দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি জোর করেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছেন, তাই শেষ পর্যন্ত বসেই বক্তব্য দিয়েছেন।

এর আগে অসুস্থ জামায়াত আমীরকে দেখতে রাজধানীর ওই বেসরকারি হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2