নির্বাচনের আয়োজন করুন, কেউ যদি চাপ দেয় বিএনপি পাশে থাকবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে।
তিনি বলেন, পিআর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভাল হলেও আমাদের দেশে এটা কোন সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হলো পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, জনগণ যদি ৭১ এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদেরকে ভোট দেয়, আমরা সালাম দেব। ৭১ এর পরাজিত শক্তির আস্ফালন আমাদের মত মুক্তিযোদ্ধারা বেচেঁ থাকতে মেনে নিতে পারে না, একথা কিন্তু আমরা এখনও বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যাইনি।
ইটাখোলা মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার।
এসময় ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ইটাখোলা মোড়ে নিহত ৪ জন শহীদসহ সকল শহীদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: