তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বাঁশখালীতে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মফিজুর রহমান আশিকের নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।
শনিবার (১৯ জুলাই) বিকালে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ইমরানুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল মনসুর।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। এভাবে অপপ্রচার চলতে থাকলে সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়বে। তারেক রহমানের একজন কর্মী বেঁচে থাকতে তার বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে একজন মাত্র নেতা আছেন যার নেতৃত্বে দেশ নিরাপদ থাকবে, আর তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এই ৩১ দফার আলোকে তিনি ভবিষ্যতে বাংলাদেশের সর্বক্ষেত্রে সংস্কার ও উন্নয়ন করবেন।
অ্যাডভোকেট আবুল মনসুর আরও বলেন, বাঁশখালীতে আমাদের সৌভাগ্য যে, এখানে মফিজুর রহমান আশিকের মতো একজন সৎ, ত্যাগী, দক্ষ ও মেধাবী ছাত্রনেতা রয়েছেন। তিনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনার আতঙ্ক, আর সেই কারণেই তাকে দুইবার গুম করে অবর্ণনীয় অমানবিক নির্যাতন করা হয়েছে। যদি বিএনপি তাকে মনোনীত প্রার্থী করে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে অবহেলিত জনপদ বাঁশখালী বদলে যাবে। অন্যায়, অবিচার, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রবর্তন করতে তিনি সক্ষম।”
সভাপতির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ বলেন, তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। তাকে বাদ দিয়ে দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। তার নামে কটুক্তিমূলক বক্তব্য আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করছে। পার্শ্ববর্তী দেশের আগ্রাসন ও সন্ত্রাস মোকাবেলায় তারেক রহমানই এ দেশের মানুষের শেষ ভরসা। ইনশাল্লাহ, তিনি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশকে একটি মর্যাদাশীল ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন।
তিনি উপস্থিত নেতাকর্মীদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও বিএনপির সকল স্তরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: