• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিপি নেতার উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

প্রকাশিত: ২২:৫৯, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এনসিপি নেতার উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে গিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় সংগঠনটি।

সেখানে বলা হয়েছে, হঠাৎ গজিয়ে ওঠা এই হাইব্রীড নেতা প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেয়া এধরণের হাইব্রীডেরা দেশের সুস্থ স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। 

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করেছেন। আমরা মনে করি এধরণের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এধরণের বিষোদগার ও বাগাড়ম্বসর্বস্ব বক্তব্য সেই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এধরণের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে তারা বলেছেন, জাতীয় নেতাদের প্রতি এধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোন পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য শুধুমাত্র এনসিপি নেতারাই দায়ী থাকবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2