• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে: নাহিদ

প্রকাশিত: ১৩:০৭, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে: নাহিদ

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে। তাই ২৪ এর শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্ত সম্মানটুকু পায়নি বলে মন্তব্য করেছেন, নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

সাক্ষাতে শহীদ পরিবারের সদস্যরা আর্থিক অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা, উপদেষ্টাদের কাছে গিয়ে সম্মানজনক সাড়া না পাওয়াসহ আরও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে দুপুর ১২টায় গাড়ীবহর নিয়ে রাঙ্গামাটির উদ্দেশে যাত্রা শুরু করেন এনসিপির সদস্যরা। বিকেলে সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পথসভা ও বিপ্লব উদ্যানে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2