• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সত্য উন্মোচন করে দেওয়ায় বিভিন্ন স্থানে এনসিপিকে বাধা দেয়া হচ্ছে: নাহিদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২১:৫৩, ২০ জুলাই ২০২৫

আপডেট: ২১:৫৬, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সত্য উন্মোচন করে দেওয়ায় বিভিন্ন স্থানে এনসিপিকে বাধা দেয়া হচ্ছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কক্সবাজারে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী সত্য উন্মোচন করে দেয়ায় এনসিপির জুলাই পদযাত্রায় বিভিন্ন স্থানে বাধা দেয়া হচ্ছে। বাধা দিয়ে তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না।

রবিবার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানে জুলাই পদযাত্রার সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম আরো বলেন,চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভিত্তি। তাই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে৷ কেউ চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকালে সারাদেশ বিদ্রোহ করবে। লুটেরা,মাফিয়াদের কারণে চট্টগ্রাম অবহেলিত রয়ে গেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামকে আর গুটি কয়েক পরিবারের কাছে ছেড়ে দেয়া হবে না। 

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সফলভাবে স্বৈরাচারের পতন ঘটাতে পারলেও সফলভাবে রাষ্ট্র গঠন হয়নি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে লোভ দিয়ে,টাকা দিয়ে কেনা যাবে না। ফ্যাসিস্ট হাসিনাও সে চেষ্টা করেছিলো কিন্তু সফল হয়নি। 

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। বলেন,বাংলাদেশ কারো বাপের সম্পত্তি নয়। বাংলাদেশ কাউকে ইজারা দেয়া হয়নি।  তরুণ প্রজন্ম জেগে উঠলে ইতিহাস তৈরী হবে।   

একই সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব আখতার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে যারা ঘাপটি মেরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের রুখে দিতে হবে। বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে  উল্লেখ করে তিনি আরো বলেন,নতুন বাংলাদেশে লুটপাটের রাজনীতি দেখতে চায়না এনসিপি। সরকারী বিভিন্ন দপ্তরে গেলে ভোগান্তি ছাড়া নাগরিক সুবিধা পাবে জনগণ এমন বাংলাদেশ গড়তে চায় এনসিপি। 

তিনি বলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে সবক্ষেত্রে সংস্কার প্রয়োজন। এই মুহূর্তে সবচেয়ে আগে দরকার বিচার ও সংস্কার। সমাবেশের আগে সন্ধ্যায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পদযাত্রা ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব তাসনীম জারাসহ এনসিপির নেতৃবৃন্দ। 

চট্টগ্রামের এ পদযাত্রা ও সমাবেশে ব্যাপক জনসমাগম হয়। এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয় বন্দর নগরী চট্টগ্রামকে। এরআগে দুপুরে রাঙ্গামাটিতে পদযাত্রা করেছিলো এনসিপির নেতৃবৃন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2