• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘আপ বাংলাদেশ’ এর নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ২২:৩৮, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘আপ বাংলাদেশ’ এর নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ আলম (বামে) ও আবদুর রহমান

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৬ মাস মেয়াদি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদ আলম। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুর রহমান।  

রবিবার (২০ জুলাই) প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে কমিটি আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. তৌহিদুল ইসলাম, ইমাজ উদ্দিন, মো. জিয়া উদ্দিন, মো. হেলাল উদ্দিন এবং মাহমুদুল হাসান।

যুগ্ম সদস্য সচিব হয়েছেন জান্নাতুল ফেরদাউস রুমি, আবিদুল ইসলাম নাহিদ, সালামত উল্লাহ রাজু, খালেদ সাইফুল্লাহ আরাফাত ও জুনায়েদ হোসেন আপন।

কমিটিতে সর্বমোট ৭৬ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং নোয়াখালী জেলায় ‘আপ বাংলাদেশ’-এর কার্যক্রমকে বেগবান করতে কাজ করবেন।

দলটির কেন্দ্রীয় নেতারা জানান, এই কমিটির মাধ্যমে সংগঠনের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত নেতৃত্ব গড়ে উঠবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নোয়াখালী হবে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি।

তারা জানান, এ আহ্বায়ক কমিটি আপ বাংলাদেশের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং দুর্বৃত্তায়নের রাজনীতিকে পরিহার করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

উল্লেখ্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) হলো জুলাই গণঅভ্যুত্থানের শক্তির ভিত্তিতে গড়ে ওঠা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা বর্তমানে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের পুনর্বাসনসহ জুলাই কেন্দ্রীক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কাজ করছে।

দীর্ঘমেয়াদে সংগঠনটি বাংলাদেশের বিদ্যমান রাজনীতির ধারা পরিবর্তন করে ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2