অভ্যুত্থানের এক বছর না যেতেই দোষারোপের রাজনীতি শুরু হয়েছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছর যেতে না যেতেই দেশে দোষারোপের রাজনীতি শুরু হয়ে গেছে। তবে, বিএনপি ঐক্যের রাজনীতি চায় বলে জানান তিনি।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশন আয়োজিত ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনীতিতে যারা ঐক্য চায় না তারা ফ্যাসিস্ট। স্বাধীনতার বিরোধী বিভেদ সৃষ্টি করেছিল শেখ হাসিনা। আমরা সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চাই। বিরোধী দল থাকবে কিন্তু আমদের একটাই নীতি হবে সবার আগে দেশ। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, তারা যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, তেমন দেশ গড়তে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে, তারাই এখন বাইরে আছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: