দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার ভেঙে দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।নির্বাচন হবে, কিন্তু রোডম্যাপ কোথায়-এমন প্রশ্ন তোলেন তিনি। ৭২ এর সংবিধান বাতিল করে তিনি জুলাই সনদ ও ঘোষণাপত্রের আলোকে সংবিধান প্রণয়নের আহ্বান জানান। পুলিশ, বিচারব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কারের কথাও বলেন শরিফ ওসমান হাদি। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে দিয়ে জুলাই ঘোষণা পত্র পড়িয়ে নিয়েছে কিনা এমন সন্দেহও প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।
বিভি/এসজি
মন্তব্য করুন: