‘জুলাই ঘোষণাপত্র একতরফা ও পক্ষপাতদুষ্ট’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা যে ঘোষণাপত্র পাঠ করেছেন সেটিকে একতরফা ও পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে গণফোরাম। একে ইতিহাস বিকৃতির অপচেষ্টা বলে মনে করছে দলটি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই ঘোষণাপত্রে ভবিষ্যত রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা স্থান পায়নি। এটি একতরফা ও পক্ষপাতদুষ্ট এবং এতে ইতিহাস বিকৃতির অপচেষ্টা লক্ষনীয়। ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেছে গণফোরাম।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বাহাত্তরের সংবিধানের প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতা নিয়ে জুলাই ঘোষণাপত্রে বিতর্ক সৃষ্টির কারণে মুক্তিযুদ্ধ এবং জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: