• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের উদ্যোগে ধানমন্ডিতে তারুণ্যের মিছিল

প্রকাশিত: ২০:১৯, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:১৯, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের উদ্যোগে ধানমন্ডিতে তারুণ্যের মিছিল

তরুণ প্রজন্মের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা ১০ সংসদীয় আসনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ধানমন্ডিতে এক তারুণ্যের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকালে তারুণ্যের ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠের দক্ষিণ পাশ থেকে শুরু হয়ে মিছিলটি সিটি কলেজ এর সামনে এসে শেষ হয়। তারুণ্যের মিছিলে অংশ নেন ঢাকা ১০ সংসদীয় আসনের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী। 

মিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। 

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে কিন্তু দেশের তরুণ সমাজ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। আমি দৃঢভাবে বিশ্বাস করি নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তি, সাহস এদেশের তরুণ সমাজের রয়েছে। আমি প্রত্যাশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সচেতন তরুণ সমাজ গণমানুষের দল হিসেবে বিএনপিকেই বেছে নেবে আর ধানের শীষ প্রতিকের পক্ষেই তাদের রায় দেবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2