• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:৩০, ১০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পান, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন। তিনি বলেন, পিআর মানে ভোট দিব ঠাকুরগাঁওয়ে আর এমপি হবে ঢাকায়। পিআর, গণভোট, সংস্কার এগুলো জনগণ বোঝে না। জনগণ বোঝে সংস্কার হয় পার্লামেন্টে আর জনগণ বোঝে নির্বাচন।

এই নির্বাচন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দেশ ১৬ বছর ধরে কোনো নির্বাচন পায়নি, জনসাধারণ দ্বারা নির্বাচিত কোনো পার্লামেন্ট পায়নি। এই নির্বাচনের মাধ্যমেই আমরা দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ২ নং আখানগর ইউনিয়নের উদ্যেগে ইউনিয়নবাসির সাথে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাফেজ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরূষ, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপূর্বে বিকেলে রুহিয়া ইউনিয়নবাসী এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন রুহিয়াবাসি সবসময়ই ধানের শীষকে সমর্থন দিয়ে গেছেন। তাই  বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারলে রুহিয়াবাসীর জন্যও বিএনপি রাস্তাঘাটের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন করবে। তিনি প্রতিশ্রুতি দেন, রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করার যা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিএনপি নির্বাচিত হলে রুহিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় উন্নীত করা হবে।

মতবিনিময় সভাগুলোতে জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি জন সাধারণকে ধানের শীষে ভোট দেবার জন্য আহবান জানান। 

রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরূষ, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2