• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব: আমীর খসরু

প্রকাশিত: ১৩:২৫, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:০২, ১৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যতো সমস্যা পুঞ্জিভূত হয়েছে তা একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সংসদে সমাধান করা সম্ভব। কোনো অনির্বাচিত সরকারের পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের একমাত্র চাওয়া তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার। এর বাইরে ছোটখাটো অন্য কোনো বিষয় নিয়ে সময় নষ্ট করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। আমীর খসরু মাহমুদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া গেলে যতো সমস্যা এখন রয়েছে তার সমাধান হবে। আগামী ১৭ তারিখ মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীর। এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2