• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

৩ ঘণ্টায় ৩০টি নম্বর থেকে ওসমান হাদিকে হুমকি    

প্রকাশিত: ১৫:১২, ১৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩ ঘণ্টায় ৩০টি নম্বর থেকে ওসমান হাদিকে হুমকি    

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এসব হুমকি পান বলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে জানান তিনি।  

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দেওয়া ফেসবুক পোস্টে ওসমান হাদি লিখেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হবে, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না, ইনশাআল্লাহ।

এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।

আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2