সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন আদেশ প্রশ্রয় দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
নির্বাচনের দিনই গণভোট আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে, জাতীয় সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন কোন আদেশকে দলটি প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান- প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ যেসব প্রস্তাবের ভিত্তিতে স্বাক্ষর করা হয়েছে, তা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দলগুলো। তার বাইরের কোন জবরদস্তিমূলক কোন প্রস্তাব জনগণ মেনে নিতে প্রস্তুত নয়।
এদিকে, দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজনৈতিক মহলে উদ্ভুত সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: