বিএনপিকে জেতাতে সাজানো নির্বাচন করতে চাচ্ছে সরকার: ডা. তাহের
বিএনপিকে জেতাতে সাজানো নির্বাচন অনুষ্ঠান করতে চাচ্ছে সরকার; এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির চাপে নতি স্বীকার করে প্রধান উপদেষ্টা একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।
আলাদা দিনে গণভোট দাবি করে তিনি বলেন, একই দিনে হলে গণভোটের কোন গুরুত্ব থাকবে না। ড. মুহাম্মদ ইউনূস কোন অন্যায় চাপে নতি স্বীকার করবেন না মনে হয়েছিল। অথচ, একটি দলের সাথে কম্প্রোমাইজ করে সংস্কার কমিশনের প্রস্তাবে পরিবর্তন করেছেন। এতে জনগণ হতাশ হয়েছে।
তিনি আরও বলেন, গণভোটে চারটি পয়েন্ট এনে জটিলতা সৃষ্টি করেছেন, যা জনগণ বুঝবে না। কোন দল ক্ষমতায় গিয়ে সংস্কার না মানলে কিছু করার থাকবে না, প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতা নেই বলে মনে করে আটদল। নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই জামায়াত নেতা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: