নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারী ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন চায়, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন হওয়ার কোন সম্ভবনা নেই।
তারা আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের ভিত্তিতে আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলে আর কোন সংশয়, সন্দেহ থাকবে না বলেও সমাবেশে জানান জামায়াত নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
বিভি/এজেড




মন্তব্য করুন: