• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

দুই হাজার অসহায় মানুষের মাঝে ডা. খালিদুজ্জামানের মশারি বিতরণ

প্রকাশিত: ১৯:২৮, ১৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুই হাজার অসহায় মানুষের মাঝে ডা. খালিদুজ্জামানের মশারি বিতরণ

ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, “জামায়াত ক্ষমতায় এলে দেশে শতভাগ দূর্নীতি মূলোচ্ছেদ করা হবে।”

রাজধানীর ভাষানটেক বস্তিতে ভাষানটেক থানা জামায়াত আয়োজিত ডেংগু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই হাজার অসহায় বাস্তুহারা মানুষের মাঝে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “গত ১৭ বছর স্বৈরাচারী সরকার দেশকে দুর্নীতির চরম শিখরে নিয়ে গেছে। জনগণের মৌলিক অধিকার হরণ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তারা মানুষের কল্যাণে কিছুই করেনি।”

জামায়াত সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্টে যে স্বপ্ন নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই।”

নারীদের নিরাপত্তা, কর্মক্ষেত্রে মর্যাদা ও সামাজিক সম্মান নিশ্চিতে জামায়াত অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান। তার মতে, “নতুন কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় না আসতে পারে—এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ভাষানটেক থানা জামায়াতের আমীর ডা. মো. আহসান হাবীব। সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন খান। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ও ঢাকা-১৭ আসনের প্রচার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2