অপরিবর্তিত রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা
ফাইল ছবি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা, চীন থেকে আসা বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনের চিকিৎসকদের সাথে পরামর্শ করে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা দিচ্ছেন। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম জিয়ার পুত্রবধু ডাক্তার জোবায়দা রহমান।
এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার—দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-সিসিইউতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। বেগম জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন।
বিভি/এসজি




মন্তব্য করুন: