খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট ঢাকা মহানগরের আয়োজনে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড.সুকোমল বড়ুয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের সাবেক সদস্য সচিব প্রকৌশলী দীপু বড়ুয়া, ঐক্য ফ্রন্ট নেতা উক্রাচিং মারমা, রাজিব বড়ুয়া, প্লাবন বড়ুয়া ও জুপিটর বড়ুয়া।
জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নেতা প্রীতম বড়ুয়া ডালিম’র সঞ্চালনায় প্রার্থনা সভায় আরো উপস্থিত ছিলেন বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সুবাস চাকমা, ট্রাস্টি রাজিব কান্তি বড়ুয়া, হিমাদ্রী বড়ুয়া হিমু, প্রকৌশলী মিহির বড়ুয়া, প্রকৌশলী বিজু বড়ুয়া, প্রকৌশলী অভিজিৎ বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, রুপায়ন বড়ুয়া প্রমুখ।
প্রার্থনা সভা পরিচালনা করেন বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো, উপবিহারাধ্যক্ষ বুদ্ধানন্দ মহাথেরো, উপবিহারাধ্যক্ষ ভদন্ত সুনন্দপ্রিয় ভিক্ষু এবং স্বরুপানন্দ ভিক্ষু সহ আবাসিক ভিক্ষসংঘ।
বিভি/এজেড




মন্তব্য করুন: