খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সর্বশেষ যে তথ্য দিলেন ডা. জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। উনাকে ট্রান্সফার করার প্রয়োজন হলে সিদ্ধান্ত জানানো হবে।
এছাড়া বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে কোনো গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছেন ডা. জাহিদ। সেই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়াও চেয়েছেন।
খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, ‘সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।’
ডা. জাহিদ হোসেন বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিক্যাল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই।
এদিকে গতকালেও মতো আজও বলা হয়েছে- খালেদ জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে অন্য কারো কথা বা ব্রিফিংয়ের তথ্য গ্রহণ না করতে। সর্বশেষ তথ্য জানাবেন ডা. জাহিদ নিজেই।
এর আগে, গত রবিবার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশ ও বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।
লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তার অনুসারীরা। আর সরকারের পক্ষ থেকে তাকে ভিভিআইপি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগের কথাও বলা হয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: