• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশিত: ১৬:৪২, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

ছয় দিন আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছিল। এরই মধ্যে ওই শাখার নয় জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা নেতারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি বিপ্লব মল্লিক ওরফে ঝন্টু, সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

জামায়াতের হিন্দু শাখার নয় নেতাকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে বিপ্লব মল্লিক বলেন, “শনিবার থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ নয় জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।”

এর আগে পহেলা ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী পূর্বপাড় মৎস্য আড়তে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কি-না তা আমার জানা নেই।”

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2