• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জাতিসংঘে আপনি কিসের কথা বলতে গেছেন? 

প্রকাশিত: ১৯:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
জাতিসংঘে আপনি কিসের কথা বলতে গেছেন? 

জাতিসংঘে আপনি (প্রধানমন্ত্রী) রোহিঙ্গাদের কথা বলেন না। তাহলে আপনি সেখানে কিসের কথা বলতে গেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র জাতিসংঘ সফর নিয়ে কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রশ্ন তোলেন। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের স্বার্থে জনগণের স্বার্থে আজকে দেশের যে সঙ্কট রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ থাকার দরকার ছিলো, যে কূটনৈতিক তৎপরতা থাকার দরকার ছিলো সেই কূটনৈতিক তৎপরতা আপনি দেখাতে পারেননি। আপনি চারিদিক থেকে ব্যর্থ।

সরকার ভীতি ও শঙ্কা থেকেই করোনা'র অজুহাতে দীর্ঘদিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছিলো বলে মন্তব্য করে রিজভী বলেন, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে থাকবে। তাহলে এতোদিন আপনারা যে করোনা'র অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেন এইটা তাহলে রাজনৈতিক উদ্দেশে। এইটা করোনা'র বিষয় নয়? আপনার মনের মধ্যে দুর্বলতা, আপনি নিশিরাতের প্রধানমন্ত্রী। আপনার সরকার নিশিরাতের। পুলিশ-র‌্যাব দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। এজন্যই আপনারা আতঙ্কিত যে কখন কী হয়ে যায়।

 

বিভি/রিসি 

মন্তব্য করুন: