• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার দাবি

প্রকাশিত: ১৪:২১, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৪:২৯, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার দাবি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সনের এখন যে শারীরিক অবস্থা, তাঁর চিকিৎসা দেশে সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

তিনি জানান, বেগম খালেদা জিয়া কয়েকদিন ধরে হালকা জ্বর অনুভব করছেন। এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, তাঁর নানানবিধ শারীরিক জটিলতা রয়েছে। যেগুলো একসংগে চিকিৎসা করানো সম্ভব নয়। যা বাংলাদেশে করা যাবে না৷ এদেশে বেগম জিয়া’র পুর্নাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। মাল্টি চিকিৎসা এখানে নেই। দেশের বাইরে নিতে হবে। সরকার কেন তাঁকে তাঁর ন্যায্য জামিন দিচ্ছেন না? বেগম জিয়াকে বাঁচাতে ও রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 

তিনি অভিযোগ করেন, ই-কমার্সের দুর্নীতি এবং লুটপাটের সংগে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন জড়িত। তাদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো করে তারা দেশের জনগণের পকেট শূন্য করে দিয়েছে। প্রতিটি ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সরকার।

বিভি/এনএম/এএন

মন্তব্য করুন: