• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পুলিশ-বিএনপি`র সংঘর্ষঃ দেড় হাজার জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ১৩:২১, ২৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৪:৩৩, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পুলিশ-বিএনপি`র সংঘর্ষঃ দেড় হাজার জনকে আসামি করে মামলা

ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৯৭ জন এজাহার নামীয় আসামিসহ দেড় হাজার অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পল্টন মডেল থানা।

বুধবার (২৭ অক্টোবর) সকালে তথ্যটি বাংলাভিশন ডিজিটালকে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের সহকারি পুলিশ কমিশনার আবুল হাসান। 

তিনি বলেন, নয়াপল্টনে গতকাল পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এই মামলায় ৯৭ জনের নাম উল্লেখ করে আরও দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

তিনি আরও বলেন, এই মামলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। তবে কতোদিনের রিমান্ড আবেদন করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

২৬ অক্টোবর বিএনপি'র সমাবেশকে ঘিরে পুলিশের সংগে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক ও নেতাকর্মীসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। 

বিভি/এসএইচ/এএন

মন্তব্য করুন: