• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রেজা কিবরিয়া-নুরের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশিত: ২১:০৩, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রেজা কিবরিয়া-নুরের বিরুদ্ধে মামলার আবেদন

ফাইল ছবি।

ফেসবুক লাইভে সরকার-বিরোধী বক্তব্যের অভিযোগে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি ও সাইবার অপরাধ আইনে মামলার আবেদন করা হয়। এতে যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানকেও আসামি করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) রাতে বাংলাভিশন ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার।

তিনি বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুন মামলার জন্য একটি আবেদন করেছেন। আবেদনটি যেহেতু সাইবার অপরাধ সম্পর্কিত তাই আপাতত সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি ফেসবুক লাইভে সরকার-বিরোধী বিভিন্ন বক্তব্যের অভিযোগে এই মামলার আবেদন করা হয়েছে। যেহেতু এটি সাইবার অপরাধ রিলেটেড, তাই পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী এটা সাইবার ক্রাইম ডিভিশনে যাবে। এরপর তারা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার পর মামলা নেওয়ার মতো হলে আমরা মামলা নেবো। 

 

বিভি/এসএইচ/এমএস

মন্তব্য করুন: