• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আ.লীগ সরকার খালি মাঠে গোল দিতে চায় নাঃ কাদের

প্রকাশিত: ১৫:৫৮, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আ.লীগ সরকার খালি মাঠে গোল দিতে চায় নাঃ কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকার কখনও খালি মাঠে গোল দিতে চায় না, শেখ হাসিনা সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে এই চর্চা করে আসছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রী তাঁর বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সভা-সমাবেশ সকলের সাংবিধানিক অধিকার কিন্তু সমাবেশের অনুমতি না দিলে বিএনপি বলতো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আর অনুমতি দিলে হামলা, সন্ত্রাস সৃষ্টি করে জনগণের সম্পদ বিনষ্ট করে। বিএনপি’র কর্মসূচি মানেই জনগণের মাঝে আতংক সৃষ্টি করা।

নয়াপল্টনে পুলিশের ওপর হামলা এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সক্ষম নয়, তাদের কর্মসূচি মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। 

পূজামণ্ডপের ঘটনায় মামলার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, কে কোন দল করে সেটা দেখে নয়, ভিডিও ফুটেজ দেখেই চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বিভি/এইচডব্লিউ/এওয়াইএইচ

মন্তব্য করুন: