• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

২৪ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আল্টিমেটাম টুকু’র

প্রকাশিত: ১৪:৩৭, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৪:৩৮, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
২৪ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আল্টিমেটাম টুকু’র

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আল্টিমেটাম দিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া’র মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের সমাবেশ থেকে এই ঘোষণা দেন তিনি।

এ সময় সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, মা মাটি মানুষের নেত্রী যার নেতৃত্বে নয় বছর আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাহলে দেশের যুবসমাজ সরকারপতন আন্দোলন শুরু করবে।

আন্দোলনের সংগ্রাম করে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করে যুবদল সাধারণ সম্পাদক বলেন, আমরা যুবদল অঙ্গীকারবদ্ধ হতে চাই, নেত্রীর চিকিৎসার দাবি অর্জিত না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। 

যুবদলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। আজকে প্রমাণ করতে হবে জাতীয়তাবাদী যুবদল একটি সু-শৃঙ্খল সংগঠন।

বিভি/এনএম/এএন

মন্তব্য করুন: