• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

তথ্য প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবেঃ মির্জা ফখরুল

প্রকাশিত: ১৬:১৫, ৬ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৬:৪৭, ৬ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
তথ্য প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবেঃ মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এই সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, তথ্য প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে। 

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

এই সময় মির্জা ফখরুল বলেন, তথ্য প্রতিমন্ত্রী এক সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। পরে ছাত্রলীগে জয়েন করেছেন। ধিক্কার জানাই। ওই বক্তব্যের শেষেরটুকুই বাস্তব, তিনি যা করছেন বলছেন প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই করছেন। একজন মন্ত্রী যদি এমন বক্তব্য দিতে পারে সেই সরকারের অবস্থা কী? এই বর্ণবাদী ও নারীবিদ্বেষী কথা- এটা তাদের চরিত্র।

বেগম খালেদা জিয়া’র বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের কোথাও খালেদা জিয়া’র চিকিৎসা করা সম্ভব নয়। একমাত্র বিদেশ ছাড়া তাঁর চিকিৎসা সম্ভব নয়। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোতে আইনী কোনো বাধা নেই, বাধা এই সরকার। বেগম জিয়া’র যা শারীরিক অবস্থা তাতে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। 

 

বিভি/এনএম/রিসি 

মন্তব্য করুন: