• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ছাত্রদল কিলিং মিশন নিয়ে ক্যাম্পাসে এসেছিলো: সাদ্দাম হোসেন 

প্রকাশিত: ১৭:৫৮, ২৪ মে ২০২২

আপডেট: ১৮:০৭, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
ছাত্রদল কিলিং মিশন নিয়ে ক্যাম্পাসে এসেছিলো: সাদ্দাম হোসেন 

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রলীগ হামলা করেনি বরং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে ছাত্রদল। ছাত্রদল অছাত্র ও সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা শান্তিপূর্ণভাবে প্রতিহত করে। সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ছাত্রলীগও ক্যাম্পাসে অবস্থান নেয়।

মঙ্গলবার (২৪ মে) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, ছাত্রদল নিয়মিত কিলিং মিশন নিয়ে ক্যাম্পাসে এসেছিলো। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, ছাত্রদের লাশের ওপর ভিত্তি করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য এখানে এসেছে তারা।

ছাত্রলীগের হামলার অভিযোগের বিষয়ে সাদ্দাম বলেন, ছাত্রলীগ কোনোভাবেই তাদের ওপর হামলা চালায়নি। সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করেছে। এসময় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসে মিছিল করেছে, স্লোগান দিয়েছে। আর সেটা করতে গিয়ে আমাদের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছে।

সাদ্দাম হোসেন আরও বলেন, ছাত্রদলকে আমরা আহবান জানাই তারা সন্ত্রাসের ভাষা পরিত্যাগ করুক, রাজাকারদের পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করুক। লন্ডনের ফতোয়া যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করতে চায়, কিলিং মিশন বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রে আমরা অতীতের ধারাবাহিকতায় প্রতিরোধ গড়ে তুলবো।
 

বিভি/এএন

মন্তব্য করুন: