• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষ, আহত ২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫২, ২৬ মে ২০২২

আপডেট: ১৪:৫৪, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষ, আহত ২

বিএনপির চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশে দফায় দফায় বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ক্যামেরার সামনে কথা না বলার শর্তে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে  ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী সে দিন বললো, বিরোধী দল নেই। বিরোধী দল সভা সমাবেশ করতে পারে। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর কথায়ও কাজ হয় না। সংসদ ও দেশে বিরোধী দলহীন রাজনৈতী চলছে। এর বিরুদ্ধে সত্যিকার অর্থে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

বিভি/এসকে/এএন

মন্তব্য করুন: